সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকতার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
সকালে জাতীয় প্রেসক্লাবে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম আয়োজিত সাধারণ সভায় তিনি আরও বলেন, করোনা মোকাবেলাসহ জিডিপির প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ সাহসী ভুমিকা রেখেছে। চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে শীঘ্রই আবার ঘুরে দাঁড়াবে দেশ। বর্তমানে সাংবাদিকতায় ঝুঁকি কমেছে বলে মন্তব্য করে তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খুলনা সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা।