এশিয়া কাপের সুপার ফোরে রাতে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান
- আপডেট সময় : ০২:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুন জয়ে ঘুরে দাড়িয়েছে শ্রীলংকা। তবে আয়োজক হয়েও ঘরের মাঠে খেলতে না পারার আক্ষেপ পোড়াবে শ্রীলংকাকে। হোম এডভান্টেজ না পেলেও জয়ের ব্যাপারে আশাবাদী লংকান অধিনায়ক। তবে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির পর এ ম্যাচে কিছুটা চাপে থাকবে লংকানরা। অন্যদিকে এশিয়া কাপে মাঠের খেলায় উড়ছে আফগানিস্তান। টানা দুই জয়ে আভাস দিয়েছে টুর্নামেন্টে দারুন কিছু করে দেখানোর। দারুন ফর্মে মুজিবু রহমান ও রিশিদ খানরা। তাই ম্যাচে ফেভারিট আফগানরাই। তবে আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপ আর শ্রীলঙ্কার বৈচিত্র্যময় স্কোয়াড দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।