রাশিয়ার তেলের দর বেঁধে দিতে যাচ্ছে জি-সেভেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাশিয়ার তেলের দর বেঁধে দিতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। মস্কো যাতে বেশি দামে তেল বেঁচতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
জি-সেভেনভুক্ত দেশগুলো জানিয়েছে, রাশিয়ার তেল আমদানির ওপর যে নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়ন জারি করেছে তার সমান্তরালেই এ দর বেঁধে দেয়া নীতি কার্যকর করতে চায় তারা। রাশিয়া যাতে তেল বিক্রির মুনাফা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এক বিবৃতিতে জি-সেভেনের অর্থমন্ত্রীরা বলেছেন, তারা ‘জরুরিভাবে এই পদক্ষেপের চূড়ান্তকরণ এবং বাস্তবায়নে কাজ করবেন।’ ভার্চুয়াল বৈঠকের পরে এই পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করেছে জোট সদস্যরা। বৈঠকে জানানো হয়, কিছু কৌশলগত বিষয়ের’ ওপর ভিত্তি করে ব্যারেল প্রতি এই দর নির্ধারণ করা হবে।