শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন।
সিঙ্গাপুর হয়ে গত রাত ১২টার পর শ্রীলঙ্কায় ফেরেন তিনি।স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যান্ডে ছিলেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির মন্ত্রী ও রাজনীতিকেরা। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম গোতাবায়ার দেশে ফেরার খবর নিশ্চিত করে জানায়, কলম্বোর কেন্দ্রস্থলে তাঁর জন্য একটি বাড়ি ঠিক করে রেখেছে সরকার। তবে বিমানবন্দর থেকে তাঁকে সামরিক কোনো স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গণবিক্ষোভের মুখে গত জুলাইয়ে দেশত্যাগ করে পালিয়ে যান গোতাবায়া।