মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোঁড়া গোলা আবারো বাংলাদেশের ভূখণ্ডে
- আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোঁড়া ২টি গোলা আবারও বাংলাদেশ সীমান্তের ভেতরে পড়েছে। ৫টি যুদ্ধবিমান ও ২টি ফাইটিং হেলিকপ্টার থেকে গোলা ও বোমা ছোঁড়া হয়। এই নিয়ে চরম আতঙ্কে আছেন সীমান্তের মানুষ।
অন্য দিনের চেয়ে ফায়ারিং বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০/৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধবিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার উড়তে দেখা যায়। এ সময় যুদ্ধবিমান থেকে ৮ থেকে ১০টি গোলা ফায়ার করা হয় এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার করা হয়। বাংলাদেশ সীমান্তের ১২০ মিটার অভ্যন্তরে যুদ্ধবিমান থেকে ফায়ার করা ২টি গোলা বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে। এ ঘটনার পর সতর্ক অবস্থানে থাকার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড….বিজিবির সদস্যদের।