নোয়াখালীর হাতিয়া মেঘনা নদী থেকে ডাকাত দলের পাঁচ সদস্য আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া মেঘনা নদী থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশীয় অস্ত্র ।
ভোরে মেঘনা নদীতে ট্রলারে ডাকাতির সময় ওই ডাকাতদের আটক করে কোস্টগার্ডের কাছে সোপর্দ করে স্থানীয় জেলেরা। পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, ভোরে স্থানীয় কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে দক্ষিণ-পশ্চিমের মৌলভীরচরে পৌঁছালে পেছন থেকে ১১জন ডাকাত মাছ ধরার ওই ট্রলারে আক্রমণ করে। এক পর্যায়ে ডাকাত দলের পাঁচ সদস্য পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। কয়েক সদস্য বোট নিয়ে পালিয়ে যায়। আরেকটি বোটের সহযোগিতায় ৫ ডাকাতকে আটক করে জেলেরা। তাদের কাছ থেকে দুটি দা, দুটি লোহার পাত এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়।