প্রধান আসামী নিয়মিত স্কুল করছেন ও বেতন তুলছেন : খুঁজে পায় না পুলিশ
- আপডেট সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্যাপুরের বুজরুক জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই। হত্যা মামলায় প্রধান আসামী হলেও স্কুলের হাজিরা খাতায় নিয়মিত সই করছেন ও প্রতিমাসে বেতন তুলছেন। গ্রেফতারি পরোয়না থাকলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন মামলার বাদী ও স্থানীয়রা। এ খবরে নড়ে চড়ে বসেছেন জেলা প্রশাসক।
গাইবান্ধার সাদুল্যাপুরে মমিনা বেগম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শিক্ষক আব্দুল হাই। তিন বছর যাবত পলাতক তিনি। আদালতের গ্রেফতারী পরোয়ান, থানা পুলিশের কাছে অনেক আগেই পৌঁছেছে। তার পরও তিনি স্কুলের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করছেন। তুলছেন নিয়মিত বেতন ভাতা।
তবে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান,গেল ৩ বছর ধরে আব্দুল হাই বিদ্যালয়ে আসেন না। কিভাবে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন বিষয়টি তারা নিশ্চিতনন।
জমি নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালে ১২ই ডিসেম্বর রাতে মমিনা বেগমকে হত্যা করে আব্দুল হাই সহ অন্য আসামীরা। এ ঘটনায় নিহতের স্বামী বাদি হয়ে আব্দুল হাইকে ১নং আসামী করে ২১ জনের নামে হত্যা মামলা দায়ের করে। অন্য আসামীরা তাদের জবান বন্দিতে হত্যাকান্ডের সাথে জড়িত আব্দুল হাই এর নাম জানায় আদালতে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসদেন।
ঘটনা জানার পর ক্ষোভ জানিয়ে ব্যবস্থা নেয়ার কথা জনান জেলা প্রশাসক।
মামলার বাদী পক্ষ দ্রুত প্রধান আসামী গ্রেফতারের দাবি জানিয়েছেন।