পানি বন্টন চুক্তি বাস্তবায়ন না হওয়ায় চরম ক্ষতির মুখে কুড়িগ্রামের তিস্তা পাড়ের বাসিন্দারা
- আপডেট সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
যুগের পর যুগ ধরে পানি বন্টন চুক্তি বাস্তবায়ন না হওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামের তিস্তা পাড়ের বাসিন্দারা। শুষ্ক মৌসুমে থাকছে না পানি। আবার বর্ষা এলেই মরার উপর খাড়ার ঘা হয়ে উঠছে তিস্তা নদী। জলবায়ু পরিবর্তনসহ জীববৈচিত্রেও এর প্রভাব পড়ছে।
প্রতি বছর বর্ষা মৌসুমে ভারতের ছেড়ে দেয়া অতিরিক্ত পানির চাপে কুড়িগ্রামে পাড় ভাঙ্গছে তিস্তা নদীর। এতে করে ঘর-বাড়ি, গাছপালা, স্থাপনাসহ ফসলী জমি হারিয়ে দারিদ্র সীমার নীচে বসবাস করছে লাখ লাখ মানুষ। আবার শুষ্ক মৌসুমে উজানে পানি প্রবাহ বন্ধ করে দেয়ায় জীবন-জীবিকার সংকটে পড়তে হচ্ছে নদী নির্ভর মানুষদের।
ভুক্তভোগীরা জানান, সারা বছর পানি প্রবাহ সমানতরাল না থাকায় ভরে উঠেছে তলদেশ। ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা।
জীবন ও জীব-বৈচিত্র বাঁচাতে তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন জরুরী বলে মনে করেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।
দেশের অভ্যন্তরে ১১৫ কিলোমিটার দৈর্ঘের এ নদী কুড়িগ্রাম অংশে পড়েছে ৪২ কিলোমিটার। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা।