রংপুরের তারাগঞ্জে দুটি বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন
- আপডেট সময় : ০১:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন। এ ঘটনায় ৭০ জন আহত হয়েছেন।
গতকাল মধ্যরাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। বৈরী আবহাওয়ায় মধ্যে দিয়েই উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে আরও ৪ জন মারা যান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় হাইওয়ে পুলিশের এসপি শাহাবুদ্দিন মুনশিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনাস্থল তদন্ত করেছেন রংপুরের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ।
এদিকে…টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের স্বয়ংক্রিয় রাইস মিলের চাল ভর্তি বয়লারটি হঠাৎ করে ওপর থেকে নিচে পড়ে যায়।
এ সময় বয়লারের নিচে শ্রমিকরা কাজ করছিলেন। বয়লার পড়ার বিকট শব্দে আশপাশের লোকজন গিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন।
শ্রমিকরা জানান, বয়লারটির চাল ধারণ ক্ষমতা ছিল এক হাজার মণ। স্টিলের তৈরি এ ধরনের বয়লার মাটি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতায় স্থাপন করা হয়।