জনপ্রিয়তা হারানো হকির সুদিন ফেরাতে নতুন উদ্যোগ
- আপডেট সময় : ০৬:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জনপ্রিয়তা হারানো হকির সুদিন ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে ফেডারেশন। এবার ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শুরু করছে হকি ফেডারেশন। ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট।
নতুন এই টুর্নামেন্টে দল কিনেছেন টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান- মোনাক মার্ট হকির টুর্নামেন্টে দল কিনেছে। এর আগে বিপিএলেও দল কেনার আগ্রহ দেখিয়েছে সাকিবের মোনার্ক মার্ট। সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির দিনে রাজধানী ঢাকার একটি হোটেলে উপস্থিত ছিলেন সাকিব। সাকিবের মোনাক মার্ট ছাড়াও দল কিনেছে ওয়ালটন গ্রুপ, একমি, রূপায়ন গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক। হকির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে খুশি সাকিব আল হাসান। তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলায় মনোযোগ বাড়ানোর বিকল্প নেই বলে জানান টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।