রংপুরের তারাগঞ্জে দুটি বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। আহত হয়েছেন আরো ৭০ জন ।
গতকাল মধ্যরাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। বৈরী আবহাওয়ায় মধ্যে উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা। পুলিশ জানায়, ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে আরও ৫ জন মারা যান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় হাইওয়ে পুলিশের এসপি শাহাবুদ্দিন মুনশিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল তদন্ত করেছেন রংপুরের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ।