দেশে গণতন্ত্রের সঠিক চর্চা নেই বলেই বাড়ছে রাজনৈতিক সহিংসতা -মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের
- আপডেট সময় : ০১:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্রের সঠিক চর্চা নেই বলেই দিন দিন রাজনৈতিক সহিংসতা বাড়ছে। তবে এটি এখনো জননিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে ওঠেনি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সহিংসতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
নির্বাচন ঘনিয়ে আসলেই বাড়ে রাজনৈতিক সহিংসতা। মাঠ দখলের নামে নিজেদের অবস্থান জানান দিতে প্রতিপক্ষ দলগুলো জড়িয়ে পড়ে সংঘাতে।
সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সভা-সেমিনারকে কেন্দ্র করেও ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে গণতন্ত্রের সঠিক চর্চা নেই। ফলে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়লেই সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তারা।
তবে রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি’র সমাবেশ এবং বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের মারমুখী আচরণের সমালোচনা করেন নিরাপত্তা বিশ্লেষকরা।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৪ কিংবা ২০১৮’র মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশংকা নেই। জননিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার পরামর্শ তাদের।