সরকারের নেয়া নানা উদ্যোগেও স্বস্তি ফেরেনি ডলার বাজারে
- আপডেট সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সরকারের নেয়া নানা উদ্যোগের পরও স্বস্তি ফেরেনি ডলার বাজারে। টাকার বিপরীতে দাম কিছুটা কমলেও ডলারের সংকট কাটেনি খোলা বাজারে।
মানি এক্সচেঞ্জগুলোতে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৭ থেকে ৮ টাকা বেশি দরে বিক্রি করছে তারা। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় এবং আমদানি কমায় খুব শিগগিরই ডলার বাজার স্বাভাবিক হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক অর্থনীতিতে চলছে অস্তিরতা। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ যুদ্ধের বিরুপ প্রভাব পড়েছে। লাফি লাফি বাড়েছে ডলারের দাম। খাদ্যসহ বিভিন্ন পন্য আমদানীতি চাপ বেড়েছে ডলারের ওপর।
ফলে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে কয়েক দফা। গত দুই মাসে রিজার্ভ থেকে ২৫৬ কোটি ৯০ লাখ ডলার সরবরাহ করেও পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এরই মধ্যে, খোলা বাজারে ডলার বিক্রিতে ১০৬ টাকা থেকে ১০৭ টাকা ৫০ পয়সায় মূল্য নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্ত এর কোন প্রভাব দেখা যাচ্ছে না ক্যাব মার্কেটে।
অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে বাড়তি দামে ডলার বেচা কেনার কারনে বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বলে দাবি ক্যাব মার্কেট এসোসিয়েনের সভাপতির।
অধিক মুনাফাভোগী ব্যাংক ও মানি এক্সচেঞ্জকে নজরদারিতে রেখে ডলারের দাম আরো নিয়ন্ত্রনে আনার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ।
আমদানি ব্যয় কমিয়ে খুব শিগগিরই ডলার বাজার আরও স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন সংশ্লীষ্টরা।