বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্য দেশের জন্য উদাহরণ: শেখ হাসিনা
- আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ন সম্পর্ক অন্য দেশের জন্য উদাহরণ এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন , বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের সবচেয়ে বড় বানিজ্য অংশীদার বাংলাদেশ, তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সম্পর্কে চীড় ধরায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দু’দেশ এক যোগে কাজ করবে বলেও জানান নরেন্দ্র মোদি। নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তারা এসব বলেন। এর আগে, দু’দেশের আর্থ সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সাতটি সমঝোতা স্মারক সই হয়
সফরের ২য় দিনে স্থানীয় সময় সকাল ন’টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে আলোকচিত্র, গান স্যালুট এবং দু’দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে দেয়া হয় গার্ড অব অনার।
গার্ড অব অনারের পর ভারতীয় মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদি।
দুপুর ১২ টায় দিল্লির হায়দ্রাবাদ হাউসে যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে রুদ্ধদ্বার এবং একান্ত বৈঠকে যোগ দেন দুই সরকার প্রধান।
দ্বিপাক্ষিক বৈঠকে,শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুদেশের বহুপাক্ষিক আর্থ সামাজিক উন্নয়নে ৭টি সমঝোতা স্মারক সই হয়।
পরে আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সম্পাদিত সমঝোতা স্মারক শুধু দুই দেশ নয়, পুরো অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে।
দুদেশের সম্পর্ককে রোল মডেল উল্লেখ শেখ হাসিনা আরো বলেন, বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।
বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন ও বানিজ্যিক অংশীদার বলে মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখতে দু’দেশ একযোগে কাজ করবে বলেও জানান নরেন্দ্র মোদি।
যৌথ বিবৃতিতে শেষে, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।