সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার যাতায়াতের রাস্তার বেহাল দশা
- আপডেট সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর থেকে ছাতক হয়ে সিলেটে যাতায়াতের রাস্তার বেহাল দশা। ১০ কিলোমিটার সড়কের অবস্থা এতোটাই বেহাল যে, সামান্য বৃষ্টির হলেই পানিতে তলিয়ে যায়। রাস্তার রড বেরিয়ে যাওয়ায়, পরিণত হয়েছে মরণ ফাঁদে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে লাখো মানুষ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে নরসিংহপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিট্রিশ পয়েন্ট ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত বাঁশতলা ৫ নম্বর সাব সেক্টর। বিট্রিশ পয়েন্ট থেকে ছাতক হয়ে সিলেটে যাতায়াতের একমাত্র সড়কটিরএখন বেহাল দশা।
সড়কটির কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বিশাল খানা খন্দ ও গর্তের। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না হওয়ায়, চরম দুর্ভোগে লাখো পথচারী।
২১ কোটি টাকা ব্যয়ে দোয়ারাবাজার থেকে ছাতকের রাস্তার কাজ চলমান আছে। বন্যার কারণে সড়কের কাজটি শেষ করা যায়নি। দ্রুত সড়কটির কাজ শুরু করার কথা জানান নির্বাহী প্রকৌশলী।
দ্রুত সড়টটি সংস্কারে কার্যকর পদক্ষেপের দাবি দোয়ারাবাজার ও ছাতকবাসীর।