এশিয়া কাপ থেকে ভারতের বিদায়; আজ মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান
- আপডেট সময় : ০২:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
এশিয়া কাপ থেকে ভারতের বিদায়। সুপার ফোরের ম্যাচে রোহিত শার্মার দলকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকা।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কে এল রাহুল ও বিরাট কোহেলির উইকেট হারিয়ে হোচট খায় ভারত। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক রোহিত শার্মা ও সুরিয়া কুমার যাদবের ৯৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ভারত।
৪১ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে রোহিত শার্মা। এছাড়া ২৯ বলে ৩৪ রান আসে সুরিয়া কুমার যাদবের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলংকা। ওপেনিং জুটিতে আসে ৯৭ রান।
তবে ১২ তম ওভারে যুভেন্দ্র চাহাল পরপর দুই উইকেট তুলে নিলে চাপে পড়ে শ্রীলংকা। তবে শেষ ওভারে ৬ বলে সাত রানের সমিকরন মিলিয়ে ১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় লংকানরা।
এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলেও, টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের রেসেও এগিয়ে আছে বাবর আজমের দল। এই ম্যাচে আফগানিস্তানকে হারালে, যা সমৃদ্ধ হবে আরও। অন্যদিকে, বিপরীত মেরুতে অবস্থান আফগানিস্তানের।
দাপট দেখিয়া আসর শুরু করলেও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরে ধুসর হওয়ার পথে আফগানদের ফাইনালের উঠার স্বপ্ন। তাই আশা বাঁচিতে রাখতে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই নবিদের সামনে। দু’দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। ২ দেখায় দুইটিতেই জিতেছে বাবর আজমের দল।