নওগাঁয় আশঙ্কাজন হারে বেড়েছে চুরি
- আপডেট সময় : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নওগাঁয় আশঙ্কাজন হারে বেড়েছে চুরি। গেলো ৩ মাসে এর মাত্রা আরও বেড়ে যায়। সমাজ বিজ্ঞানিরা বলছেন, দ্রব্যমূল্যর লাগামহীন দাম আর মাদকের আগ্রাসনে বাড়ছে চুরির ঘটনা। তবে এসব চুরির ঘটনাকে স্বাভাবিক বলছে স্থানীয় পুলিশ।
সিসি ক্যামেরায় ধরাপড়া লুঙ্গিবাহীনির এই ছবি গত ২৫ জুন সকালের। নওগাঁ শহরের শরিষাহাটির মোড় এলাকার একটি মোবাইল শোরুমে তালা ভেঙ্গে চুরি করা হয় ১৪৫টি মোবাইল ফোন। এরপর গেলো ২১ আগষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটে আরেকটি চুরির ঘটনা। একই সময়ে পাশাপাশি দু’টি বাসা থেকে সাড়ে ১৬ ভরি স্বর্নালঙ্কারসহ চুরি হয় কয়েক লাখ টাকার মালামাল। যা নিয়ে চরম আতঙ্কিত স্থানীয়রা।
জেলাজুড়ে এসব চুরির ঘটনাকে স্বাভাবিক বলছে পুলিশ।
সমাজ বিজ্ঞানীদের মতে, দ্রব্যমূল্যের উদ্ধগতির ফলে আয়-ব্যয়ের হিসেব মিলছে না মানুষের। অন্যদিকে, মাদকের আগ্রাসন চলছে সবখানেই।
জেলায় ৩ মাসে পৃথক ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৫৭টি চুরির ঘটনা ঘটেছে।