গ্যাসের মূল্য বেঁধে দেয়া হলে ইউরোপে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ: পুতিন
- আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
গ্যাসের মূল্য বেঁধে দেয়া হলে ইউরোপে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এমন হুমকির পরও সে পথেই পা বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের ওই হুমকির কয়েকঘণ্টা পরই বুধবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পরিষদ রাশিয়ার গ্যাসের মূল্যসীমা বেঁধে দেয়ার প্রস্তাব করে। রাশিয়ার গ্যাসের মূল্যসীমা বেঁধে দেয়ার পাশাপাশি বিদ্যুতের দাম থেকে কিভাবে আলাদা করা যায় সে পথও খুঁজছে ইইউ।
ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়াকে শাস্তি দেয়ার পদক্ষেপের আওতায় সে দেশ থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে মূল্যসীমা বেঁধে দেয়ার প্রস্তাব করেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। এ বিষয়ে ইইউ সদস্যদেশগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এর উদ্দেশ্য খুবই স্পষ্ট। সবাইকে রাশিয়ার রাজস্ব কমাতে হবে। ওই রাজস্ব দিয়ে পুতিন ইউক্রেইনে তার নৃশংস যুদ্ধের খরচ চালাচ্ছেন। এই যুদ্ধের ফলে বিশ্বে জ্বালানির দাম বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় ২৭ জাতি ইউরোপীয় ইউনিয়ন এখন কাজে নামতে বাধ্য হচ্ছে। পুতিন বলছেন, রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দেয়ার ডাক দিয়ে বোকামি করছে ইউরোপ। এতে দাম আরও বেড়ে যাবে এবং ইউরোপে অর্থনৈতিক সংকট দেখা দেবে।