কোনোভাবেই যানজট থেকে মুক্তি পাচ্ছে না রাজধানীবাসী
- আপডেট সময় : ০৮:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রাজধানীর সড়কে যানজটে নাকাল নগরবাসী। কোনোভাবেই এ ভোগান্তি থেকে মিলছে না মুক্তি। অতিষ্ঠ নগরবাসী বলছেন, যানজটে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় চাকরি হারানোর ঝুঁকি দেখা দিয়েছে। নির্দিষ্ট সময় গন্তব্যে যেতে পারছেন না তারা। ট্রাফিক পুলিশের দাবি, যত্রতত্র খোঁড়াখুঁড়ি আর লাগামহীনভাবে ব্যক্তিগত গাড়ি বাড়ায় তীব্র যানজট হচ্ছে। উন্নয়ন কর্মকান্ডে সমন্বয়হীনতাকে দুষলেন পুলিশ কর্মকর্তারা।
রাজধানীর মহাখালী-উত্তরা সড়কের চিত্র এটি। প্রতিদিন বেশির ভাগ সময়ে যানজট লেগেই থাকে।যানজট এড়াতে ফ্লাইভার করা হলেও, সেখানেও লেগে আছে যানজট।
যানজটের কারণে রাজধানীতে গাড়ির গতি কমে যায়। একারণে নির্দিষ্ট সময়ে গাড়ি না আসায় দীর্ঘসময় স্ট্যান্ডে অপেক্ষায় থাকে যাত্রীরা। এতে নষ্ট হয় কর্মঘণ্টা। বিলম্ব হয় অফিস যেতে।
নগরবাসীর ভোগান্তির পাশাপাশি, যানজটে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকরাও ক্ষোভ প্রকাশ করেন।
ট্রাফিক পুলিশের দাবি, যত্রতত্র খোঁড়াখুড়ি আর ব্যক্তিগত গাড়ির মাত্রাতিরিক্ত সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাস্তায় চলাচলে ট্রাফিক আইন না মানার কারণে বাড়ছে যানজট।
নগর উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে সমন্বয়হীনতায়, যানজট নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা।
ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন বাড়ানোর পরামর্শ দেন তারা।