উপকূলীয় এলাকায় প্লাস্টিক ব্যবহার বন্ধে সরকারের রোডম্যাপ অনুমোদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উপকূলীয় এলাকায় প্লাস্টিক ব্যবহার বন্ধে সরকার রোডম্যাপ অনুমোদন করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক কর্মশালায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাইক্রোপ্লাস্টিক মানব স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক।প্লাস্টিক-মুক্ত নদী ও সমুদ্রের জন্য দক্ষিণ এশিয়া প্রকল্প’ পার্লি ফর দ্য ওশেন দ্বারা চালু করা হয়েছে। প্লাস্টিক মুক্ত নদী ও সমুদ্রের জন্য দক্ষিণ এশিয়া প্রকল্পের জাতীয় স্টেকহোল্ডার কনসালটেশন বিষয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।