নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন নিহতের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন নিহতের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। এ সময় নেতারা সব আন্দোলনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বগুড়ায় জেলা যুবদল শহরের আলতাফুননেছা খেলার মাঠ থেকে শোক রেলী বের করে। পরে নেতারা বলেন, এক শাওনকে হত্যা করে বিএনপির আন্দোলনকে দমন করা যাবে না। তারা শাওন হত্যার বিচার দাবি করেন।
বরিশালে শোক রেলী ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল জেলা দক্ষিণ ও উত্তর যুবদল। দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে সমাবেশ হয়।
একই প্রতিবাদে জামালপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়ার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও শোক রেলী বের হয়। এ সময় নেতারা আন্দোলন সংগ্রামে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
রংপুর নগরীর দলীয় কার্যালয়ের সামনে শোক রেলী ও বিক্ষোভ সমাবেশ করে যুবদল। এসময় নারায়গঞ্জে যুবদল নেতা শাওন হত্যায় দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।
জ্বালানী তেলসহ নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা ও জেলা বিএনপি। জেলা শহরের দাদামোড় থেকে মিছিল বের করে মোক্তার পাড়া জেলা বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়।