প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে পাল্টা মামলা দেয়া হচ্ছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির সংগ্রামে বিজয় আসবেই বলেও মন্তব্য করেন তিনি।
মহিলা দলের ৪৪ তম প্রতিষ্ঠা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাকর্মীরা। এ সময় রানী এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর ভারত সফরের অর্জন নিয়ে নানা সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও মামলা দিয়ে হয়রানীর মধ্যে দিয়ে সরকার আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ করে তিনি৷
বিএনপি কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণের শক্তিতে পরাজিত করা হবে ক্ষমতাসীনদের।