পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের এক শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২ জন ।
সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ছেলে সিজানকে নিয়ে নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। এসময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে দেড়মাসের শিশু রাস্তার পড়ে গেলে পিকআপের চাকার তলায় পিষ্ট হয়ে মারা যায় শিশুটি। আহত দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।