উয়েফা ইউরোপা লিগে হোচট খেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড
- আপডেট সময় : ১০:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
উয়েফা ইউরোপা লিগে হোচট খেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরেছে রেডডেভিলরা। আরেক ম্যাচে জুরিখকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় গানাররা। মারক্রুইনহোসের গোলে লিড নেয় আর্সেনার। যদিও বিরতিতে যাওয়ার ১ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে জুরিখ। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে চেস্টা চালায় আর্সেনাল। ৬২ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন আর্সেনাল তারকা এডি এনকেটিয়া। এদিকে, ওল্ড ট্রাফর্ডে ম্যাচের শুরু থেকেই সমান তালে আক্রমণ চালায় ম্যান ইউ ও সোসিয়েদাদ। তবে বার বার গোলের সুযোগ পেয়েও ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় দুই দলই। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ম্যানইউর ভুলে পেনাল্টি পায় সোসিয়াদাদ। সফল স্পট কিকে ম্যাচের ব্যবধান গড়ে দেন ব্রাইস মেন্ডেজ।