কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুটি মোটরসাইকেলের গতি প্রতিযোগীতায় তিন যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
হাইওয়ে পুলিশের সামনেই দুটি মোটরসাইকেলের গতি প্রতিযোগীতায় তিন যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন ।
রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাতে দুটি মোটরসাইকেলে চার যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে মোটরসাইকেল দুটি কার্গোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।