পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন শ্রীলংকা
- আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন দাসুন শানাকার দল। ৫ উইকেট হারানোর পর হাসারাঙ্গা ও রাজাপাকশের জুটিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। সঙ্গে নিজেদের ইনিংসে শেষ বলকে রাজাপাকশের ছয়কে টার্নিং পয়েন্ট বলছেন তিনি। অন্যদিকে, পরিকল্পনা অনুযায়ি বোলিং শেষ করতে না পারার আক্ষেপ বাবর আজমের কণ্ঠে। দ্রুতই ভুল শুধরে উঠার আশ্বাস পাকিস্তান অধিনায়কের।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কাই বাজিমাত করলো এশিয়া কাপে। ১৫তম এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে লঙ্কানরা। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ৮ বছর পর এশিয়ার শ্রেষ্ঠত্ব ঘরে তুললো শ্রীলংকা।
অথচ এক সময় পাকিস্তানের আগুণ ঝরা বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়েছিলে শ্রীলঙ্কা। ৫৮ রানে পাঁচ উইকেটে খাদের কিনারে শানাকার দল। সেখান থেকে ৫৮ রানের জুটি গড়ে লড়াই করেছেন হাসারাঙ্গা ও রাজাপাকশে। যা ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন দাসুন শানাকা। সঙ্গে ইনিংসে শেষ বলকে টার্নিং পয়েন্ট বলছেন লঙ্কান অধিনায়ক।
বড় নাম নয় দলগত পারফরম্যান্স আর ইতিবাচক ক্রিকেটের স্বীকৃতি হিসেবে ৬ষ্ঠ বার এশিয়া কাপ শিরোপা জিতলো শ্রীলংকা।
শ্রীলংকা পারলেও কামব্যাক করতে পারেনি পাকিস্তান। পরিকল্পনা অনুযায়ি বোলিং শেষ করতে না পারার আক্ষেপ বাবর আজমের কণ্ঠে। দ্রুতই ভুল শুধরে উঠার আশ্বাস।
লঙ্কানদের লড়াই করার মানসিকতায় মুগ্ধ মোহাম্মদ রিজওয়ান। জানালেন শিরোপাটা তাদেরই প্রাপ্যা।
টুর্নামেন্টের শুরু আর শেষ কত পার্থক্য। লঙ্কানরা প্রমাণ করলো অসীম মনোবল থাকলে পিছিয়ে পরেও ঘুরে দাঁড়ানোর যায়। চরম অর্থনৈতিক সংকটের মাঝেও এই এশিয়া কাপ হয়ে থাকলো লঙ্কান ক্রিকেটের জন্য নতুন জয়োগান।