আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা
- আপডেট সময় : ০৯:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে মিয়ানমারে সেনাবাহিনীর সাথে দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী- আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। বাংলাদেশ সীমান্ত এলাকা থেকেও প্রায়ই ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর জেরে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা।
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তুমব্রু ও ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি এলাকার অপরদিকে সীমান্ত লাগোয়া মিয়ানমারের অভ্যন্তরে এ পরিস্থিতি চলছে। সীমান্ত পিলার ৩৬ ও ৩৮ এর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের ওয়ালিডং ও খ্য মং সেক পাহাড়ে একপক্ষ আরেক পক্ষের ঘাঁটি ও চৌকি দখল-বেদখলের ঘটনায় গোলাগুলি অব্যাহত আছে। আরাকান আর্মির লক্ষ্যবস্তু ধ্বংস করতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর জেট ফাইটার ও হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে বোমা ও মর্টার শেল। স্থানীয়রা জানান, সংঘর্ষের কারণে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য ঘুমধুম তুমব্রু সীমান্তের অপরদিকে মিয়ানমার সীমান্ত এলাকায় বেশকিছু রোহিঙ্গা জড়ো হয়েছেন। সুযোগ পেলেই অনুপ্রবেশ করতে পারেন তারা।