গোপালগঞ্জে আপন ভাইকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত কলহের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুল মিয়াকে পিটিয়ে হত্যা করেছে তার আপন ভাই ও ভাতিজারা।
গেল রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত এনামুল হক ফুল মিয়ার সাথে আপন ৫ ভাইয়ের মামলা চলছিল। এ নিয়ে গত সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ ও কথাকাটির ঘটনা ঘটে। এর জেরে রাতে ছোট ভাই লিংকন মোল্লা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্লার ছেলে- পুলিশ সদস্য কায়েস মোল্লাসহ কয়েকজন মিলে এনামুল মিয়াকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।