চট্টগ্রামে বানোয়াট মামলা, ভুয়া প্রতিবেদন ও মিথ্যা সাক্ষ্যের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বানোয়াট মামলা, ভুয়া প্রতিবেদন ও মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে পুলিশের দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছে এক বিচারক।
সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলার আবেদন করেন শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ বিচারক ফেরদৌস আরা। আদালত সুত্র জানায়, নাজমুল হাসান জুয়েল নামের এক শিশুর মাধ্যমে তার এক আত্মীয় শুল্ক ফাঁকি দিয়ে বাহরাইন থেকে দু’টি সোনার বার নিয়ে আসেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিমানবন্দরে তাকে আটক করে শুল্কো গোয়েন্দারা। পরে শুল্ক পরিশোধ করে বার দু’টি ছাড়িয়ে নেয় সে। হয়রানী এড়াতে বার দু’টি শিশু জুয়েলের কাছে দেয় সে। বিমান বন্দর থেকে বের হওয়ার সময় শিশুটিকে আটক করে পুলিশ। একপর্যায়ে ছেড়ে দেয়ার শর্তে একটি বার দাবি করে পুলিশ। না পেয়ে শিশুটির বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। দীর্ঘদিন বিচার চলার পর সম্প্রতি শিশুটিকে খালাস দেয় আদালত। এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন বিচারক নিজেই।