চবি’র শিক্ষার্থীকে শ্লীলতাহানী : মামলা তদন্তে সব ধরণের সহযোগীতার প্রতিশ্রুতি কর্তৃপক্ষের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও বিবস্ত্র করে ভিডিও ধারনের মামলার তদন্তে সব ধরণের সহযোগীতার প্রতিশ্রুতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুইয়ার আদালতে হাজির হয়ে এই প্রতিশ্রুতি দেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুইয়া। এর আগে চাঞ্চল্যকর এই মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুমিকায় ক্ষোভ জানিয়ে প্রক্টরকে তলব করে আদালত। নির্ধারিত দিনে আদালতে এসে অতিতের ভুমিকায় দু:খ প্রকাশ করার পাশাপাশি আগামীতে সব ধরনের সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে এই মামলার অন্যতম আসামী নুর হোসেন শাওনের জামিন না মঞ্জুর করে আদালত।