সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ে চারজন নিহত
- আপডেট সময় : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ বিশ্বরোডের মাথায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এতে এক পুলিশসহ আহত হয়েছেন চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রাস্তায় জোনাকি পরিবহনের বাস চালক এবং এক লরি ড্রাইভার ও সহযোগিদের মধ্যে হাতাহাতি হয়। এসময় পুলিশের ও স্থানীয়রা দুই গাড়ির মাঝে দাঁড়িয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল। তখন একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান, সুমন, শেখ ফরিদ ও আবুল কাশেম নামের চার ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ কনস্টেবল মো. মোস্তফাসহ চারজন আহত হন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে নৈশপ্রহরী তরব আলী নিহত হয়েছে। ভোররাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।