সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের বিশ্বকাপ দল
- আপডেট সময় : ০৯:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
পরিকল্পনার অংশ হিসেবে দুবাইয়ে অনুশীলন ক্যাম্পের ফাঁকে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশের বিশ্বকাপ দল। নিশ্চিত করেছেন বিসিবি ও আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
যথাক্রমে ২৫ ও ২৭ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। অনুশীলন ক্যাম্পের জন্য ২২ সেপ্টেম্বর দুবাইয়ে যাবার কথা বাংলাদেশের বিশ্বকাপ দলের। তবে, অনুশীলন পর্ব ও দুই ম্যাচের সিরিজে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে সাকিবকে আগেই ছুটি দিয়েছে বোর্ড। যদি সাকিবের বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের দলের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকায় থাকা চার ক্রিকেটারকেও এই ক্যাম্পে রাখা হবে। ক্যাম্প শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে দল। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে ২ অক্টোবর ক্রাইস্টচার্চে পৌঁছবে বাংলাদেশ দল।