শ্যালকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে খুন হয়েছেন ভগ্নিপতি
- আপডেট সময় : ০৯:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফখরুলের বাড়ির সামনে বসে ছিল। এ সময় একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে তাকে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, পূর্ব শক্রতার জেরে এ ঘটনা ঘটতে পারে। দোষীদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সকালে উপজেলা সদরের মাদল গ্রামের এক পুকুরে ডুবে যায় তারা। নিহতরা হচ্ছে, ৬ বছরের সাব্বির ও তার চাচাতো ভাই ৭ বছরের সিফাত। পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে দুই ভাই খেলছিল। এসময় হঠাৎ তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, সিরাজগঞ্জের রতনকান্দির ইছামতী নদীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় নদীর খেয়াঘাটে পরিত্যক্ত নৌকা নিয়ে খেলার সময় বাসের সাঁকোর সাথে ধাক্কায় নৌকা থেকে পড়ে যায় নীরব। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জে শ্যালকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে খুন হয়েছেন ভগ্নিপতি শামসুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের ফজর আলী ও আহাদ আলী তাদের বোন মাজেদা পারভীন ও ভগ্নিপতি শামসুর রহমানের ওপর হামলা করে পালিয়ে যায়। পরে তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক শামসুর রহমানকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান জানান, হত্যাকান্ডে ব্যবহৃত শাবল ও দা উদ্ধার করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির আক্রমণে নওশেদ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ভারতীয় সীমান্তবর্তী কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ওসি শাহিন-উজ্জামান খান জানান, গত রাত আড়াইটার দিকে ভারতীয় হাতির পাল কড়ইতলী এলাকায় এসে বিভিন্ন ফসলি জমিতে তাণ্ডব চালায়। এসময় এলাকাবাসী হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণে ওই কৃষক মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।