প্রায় ৪৪০ জনের মরদেহের একটি গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেন
- আপডেট সময় : ০৯:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রুশ বাহিনীর দখলদারিত্ব থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইজিয়াম পুনরুদ্ধারের পর শহরটির কাছের জঙ্গলে একটি গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেন বাহিনী। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে জানিয়েছেন, ইজিয়াম শহরে প্রায় ৪৪০ জনের মরদেহের একটি সমাধিস্থল পাওয়া গেছে।
খারকিভের প্রধান পুলিশ তদন্তকারী সেরহি বলভিনভের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এটি পুনরুদ্ধার করা শহরগুলোর মধ্যে খুঁজে পাওয়া বড় একটি গণকবর। একসঙ্গে ৪৪০ জনকে কবর দেয়া হয়েছে এখানে। নিহতদের মধ্যে কয়েকজন গোলা বা বিমান হামলায় মারা গেছে।ইজিয়াম পরিদর্শনের পর জেলেনস্কি জানান, ইতোমধ্যে ইজিয়ামে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। আরও যাচাইযোগ্য স্পষ্ট তথ্য আগামী দুয়েকদিনের মধ্যে পাওয়া যেতে পারে। অন্যদিকে ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানানো হয় গণমাধ্যমে। রাশিয়ার কাছ থেকে এই সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।