সীমান্তে মিয়ানমারের মর্টারশেল ঘটনার কূটনৈতিক সমাধান চায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সীমান্তে মিয়ানমারের মর্টারশেল ঘটনার কূটনৈতিক সমাধান চায় বাংলাদেশ। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রয়োজনে জাতিসংঘের সাহায্য চাওয়া হবে বলেনও তিনি।
সর্বশেষ গতরাতে দিকে মিয়ানমার থেকে চারটি গোলা এসে পড়ে। এর মধ্যে তিনটি শূন্যরেখায় থাকা রোহিঙ্গা ক্যাম্পে ও আরেকটি বাংলাদেশের সীমানার ভেতরে পড়েছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রোহিঙ্গা শিশুসহ ৭ জন আহত হয়েছে। এর আগে দুপুরে এই সীমান্তেই হেডম্যানপাড়ায় মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আহত হন এক বাংলাদেশি যুবক।