এবার জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে শিশুদের করোনা ভ্যাকসিন দেয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সিটি করপোরেশননের পর এবার জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে শিশুদের কোভিড ভ্যাকশিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। আগামী ১১ অক্টোবর থেকে প্রতিটি ওয়ার্ডে দুইটি করে টিম কাজ শুরু করবে বলেও জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এরইমধ্যে সিটি করপোরেশনভুক্ত এলাকায় ১০ লাখের বেশি শিশুকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। শিশুরা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই টিকা পাবে বলেও জানান মন্ত্রী। এছাড়া যারা প্রথম, দ্বিতীয় কিংবা বুষ্টার ডোজ এখনো সম্পূর্ণ করেননি ৩ অক্টোবরের মধ্যে টিকা না নিলে ভ্যাকশিন আর না মিলতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন মন্ত্রী। সারাদেশ থেকে আসা বিভাগীয় প্রধান ও সিভিল সার্জনের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।