যশোর বোর্ডের এসএসসি বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত
- আপডেট সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত করেছে যশোর বোর্ড। এদিকে সীমান্তে উত্তেজনার কারণে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করে কক্সবাজারে উখিয়ায় স্থানান্তর করা হয়ছে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী শনিবার এই পরীক্ষা হওয়ার কথা। বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার পরীক্ষাকেন্দ্রে ভুলবশত প্রথমপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হয়।
সীমান্ত পরিস্থিতির মাথায় রেখে পরিবর্তন করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র। ওই এলাকার পরীক্ষার্থীরা এখন থেকে পরীক্ষা দিতে বসবে কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক পরীক্ষার্থী। শনিবার সকালে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, নেত্রকোনার মদনে লরি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৬ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।