সারাদেশে বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে, বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাসে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানা গেছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ এবং সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।