সাভার গলফ ক্লাবের টুয়ালাইট ট্যারেস উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাভার গলফ ক্লাবের টুয়ালাইট ট্যারেস উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শাফিউদ্দিন আহমেদ। বলেছেন, গলফ সারাবিশ্ব জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনো সেভাবে জনপ্রিয় হয়ে উঠেনি। দেশের জনসংখ্যার তুলনায় গলফারের সংখ্যা কম।
দুপুরে সাভার সেনানিবাসের গলফ ক্লাবে এমজিএইচ মুনসুন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় সেনা প্রধান আরো বলেন, গফল ব্যয়বহুল খেলা হলেও নি:সন্দেহে একজন মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে। তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনা প্রধানের সহধর্মিনী নূরজাহান আহমেদ, নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হকসহ আরো অনেকেই। শেষে পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।