যমুনা সার কারখানায় পুনর্নিয়োগের দাবিতে সরিষাবাড়ীতে ফের শ্রমিক বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
পুনর্নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন যমুনা সার কারখানার শ্রমিকরা। দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করে তারা।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা চাকরি ফিরে পেতে শ্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর প্রতিবাদ ও পুনরায় নিয়োগের দাবিতে শনিবার শ্রমিকরা কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা জানান, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে আসছে কর্তৃপক্ষ। দরপত্র আহ্বান করে নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে দুই বছরের জন্য এসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ১ সেপ্টেম্বর থেকে হাজিরা ভিত্তিক ৪৮৬ জন শ্রমিককে কারখানায় প্রবেশের নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ