দেশে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো একচেটিয়া ব্যবসা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না : আবু আহমেদ
- আপডেট সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো একচেটিয়া ব্যবসা করলেও পুঁজিবাজারে কেন তালিকাভুক্ত হচ্ছে না- এ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বাংলাদেশের পুঁজিবাজার : বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান শিবলী রুবায়েত-উল ইসলাম বলেন, চলতি বছরেই ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হবে। এতে মার্কেট ৫০ শতাংশ বাড়বে।
রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে যৌথভাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।
এতে দেশের পুজিঁবাজারের নানা অসংগতি তুলে ধরেন বক্তারা।
ক্যাপিটাল মার্কেটকে স্থীতিশীল করে ব্যাংক ও সংশ্লিষ্ট খাত থেকে বাজারে বিনিয়োগ বাড়াতে না পারলে এসডিজি অর্জন সম্ভব নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ অভিযোগ করেন, নেসলে, ইউনিলিভারের মতো কোম্পানিগুলো শেয়ারবাজারে আসছে না। বরং রুগ্ন কোম্পানির শেয়ার দিয়ে চলছে বাজার।
ক্যাপিটাল মার্কেট যত বেশি শক্তিশালি হবে দেশের টেক্স আদায় তত বেশি বাড়বে উল্লেখ করে বিএসইসি’র চেয়ারম্যান বলেন, এতে বড় কোম্পানিগুলোর ট্যাক্স ফাঁকির প্রবণতাও কমবে।
পুজিবাজারকে শক্তিশালি করে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই বলেও জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান।