ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড হ্যাক
- আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের মাধ্যমে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ফরিদপুরের নাজমুল চক্র। ঘটনার সহযোগি হ্যাকার নাজমুলের মা পারুলসহ আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ব্যাংক কর্মকর্তা সেজে তথ্য সংগ্রহের মাধ্যমে দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছিলো নাজমুল চক্র। এর মাধ্যমে গড়েছেন জমি-জমা এবং অর্থ কড়ি।
দেশে বেড়েই চলছে অনলাইন হ্যাকারদের দৌরাত্ম্য। শুধু মোবাইল ব্যাংকিং নয়- এবার বাণিজ্যিক ব্যাংকের কার্ডধারীদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া একটি চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গুলশান গোয়েন্দা বিভাগ।
মা পারুলের সহযোগিতায় ছেলে নাজমুল ছিলো এ কর্মকান্ডের প্রধান হোতা। অর্থ সংগ্রহ করতো জালিয়াত চক্রের অন্য দুই সদস্য- তারা মিয়া ও সোহেল মীর। হ্যাকিং করা অর্থে বিপুল জায়গা-জমি ও বিত্ত-বৈভবের মালিকও বনে গেছে তারা।
প্রকৃত গ্রাহকরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে গরমিল পেয়ে ঢাকার কয়েকটি থানায় মামলা করলে তদন্তে নামে মহানগর গুলশান গোয়েন্দা বিভাগ। প্রতারণার শিকার হন বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালকও।
ঢাকা, সাভার, ফরিদপুর ও মাদারীপুরে অভিযান চালিয়ে মা পারুল, ছেলে নাজমুল, চক্রের সহযোগী তারা মিয়া ও সোহেলসহ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা ও দশটি মোবাইল ফোন উদ্ধারের কথা জানায় ডিবি।
মোবাইল ফোনে কারিগরি কৌশল আয়ত্ত করা চক্রের সদস্যরা গ্রাহকদের ভুলের সুযোগে এমন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বলে জানায় পুলিশ।
চক্রটির বিরুদ্ধে একাধিক মামলার পর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।