চট্টগ্রামে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুই জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফূলী এলাকার এক গুদাম ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও দুটি আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব।
গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মাদকের চালানটি উদ্ধার করা হয়। রেব জানায়, সাম্প্রতি কক্সবাজার থেকে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চট্টগ্রামের এই চক্রটি সম্পর্কে তথ্য পায় রেব। এরপরই গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে মাদক ব্যবসায়ী আজম উদ্দিন চৌধুরী ও রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়। পড়ে তাদের দেয়া তথ্যে ওই এলাকার একটি গুদামের মেঝে খুড়ে বস্তাভর্তি ইয়াবার চালান ও দুটি ওয়ান শুটারগানসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।