ছাত্রলীগের অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
- আপডেট সময় : ০১:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রলীগের একাংশের অনির্দিষ্টকালের অবরোধ। প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে শাটল ট্রেন।
হঠাৎ করেই এই কর্মসূচি শুরু করে পদবঞ্চিত নেতাকর্মীরা। ফটকে তালা দেয়ায় সকালে ক্যাম্পাস থেকে চট্টগ্রামমুখী শিক্ষক বাস ছেড়ে যেতে পারেনি। এছাড়া শিক্ষার্থীদের শাটল ট্রেন কদমতলী স্টেশন থেকে ছেড়ে এলেও ক্যাম্পাসে আন্দোলনে খবরে ষোলশহর স্টেশনে আটকে পড়ে। একইসঙ্গে শাটল বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেতে পারেনি। এতে ক্লাস পরীক্ষাও বন্ধ।
পহেলা আগস্ট একই দাবিতে দুই দিন অবরুদ্ধ করে রেখেছিলো ছাত্রলীগের একাংশ। পড়ে কমিটি বর্ধিত করার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে হয়। দেড় মাসেও দাবি আদায় না হওয়ায় ফের আন্দোলনে নেমেছে তারা। বিবাহিত-চাকরিজীবীদের বাদ দিয়ে চবিতে ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে কর্মসূচি চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর দুটি ধারায় বিভক্ত। প্রধান এই দুই গ্রুপের আরও ১১টি উপগ্রুপ রয়েছে।