সারাদেশে বেড়েছে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা
- আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনা পরবর্তী সময়ে সারাদেশে বেড়েছে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। এরই ধারাবাহিকতায় নরসিংদীতে প্রায়ই ঘটছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আত্মঘাতির ঘটনা। ফলে আতংকিত ও শংকিত শিক্ষক, পুলিশ, প্রশাসন ও সুশীল সমাজ। তারা বলছেন, মানসিক কাউন্সেলিং করে তাদের ভেতরের ভাবনা-চিন্তায় পরিবর্তন আনতে হবে।
গেলো ১ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে শিক্ষিকার শাসনে অভিমান করে ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করে নরসিংদীর শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী। থানায় জবানবন্দী দেয়ার পর হাসপাতালে মারা যায় এই ছাত্রী। এই ঘটনায় মামলাও হয়েছে, পলাতক রয়েছে সেই শিক্ষিকা।
৬ সেপ্টেম্বর বেলাবোতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
ঘটনার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। শুধু প্রভাই নয় এমন আরো প্রভা জেলার বেশ কয়েকটি উপজেলায় কারণে অকারণে আত্মহননের পথ বেছে নিচ্ছে শিক্ষার্থীরা। অহরহ এমন ঘটনায় চিন্তিত ও শংকিত শিক্ষক, প্রশাসন, পুলিশসহ সুশীল সমাজ। তাদের মত, করোনাকালীন ২ বছরে স্মার্ট ফোনের অপব্যবহার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে দূরত্বসহ মানসিক নানা সমস্যা দেখা দিয়েছে।
বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানসিক চিন্তাধারা পরিবর্তনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানালেন পুলিশ ও প্রশাসন।
প্রতিনিয়ত শিক্ষার্থীদের এসব আত্মহত্যার ঘটনা আমাদের জন্য অশনিসংকেত উল্লেখ করে শিক্ষাবিদরা বলেন, এই দায় সমাজের সবার। বিদ্যালয়গুলোতে মনোবিজ্ঞানকে সিলেবাসে অন্তর্ভূক্ত করার পরামর্শ শিক্ষাবিদদের।
আত্মহত্যার প্রবণতা কমাতে স্কুলগুলোতে সরকারী উদ্যোগে কাউন্সিলার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের প্রশিক্ষণ চলছে।