মিয়ানমারের চলমান গোলাগুলিতে চরম আতঙ্ক ঘুমধুম-তুমব্রু সীমান্তে
- আপডেট সময় : ০৫:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কারণে সীমান্তে বসবাসরতদের সরিয়ে নেয়া হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে, বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে।
কয়েকদিন ধরেই ঘুমধুম-তুমব্রু সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। আতংকে দিন কাটছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের।
থমথমে সীমান্ত এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধি দলে ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পরে তিনি বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে। নিরাপত্তার কারণে সীমান্তবর্তী মানুষদের সরানো হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানা জেলা প্রশাসক।
পুলিশ সুপার, তারিকুল ইসলাম জানান, মানুষের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় জোরদার করা হয়েছে বিজিবি’র টহল। সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে স্থানীয়দের। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে জেলাপ্রশাসক, পুলিশ সুপার ও নাইক্ষ্যংছড়ির ইউএনও ঘুমধুমের তুমব্রুতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।