মরণোত্তর সম্মাননা পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক নাজিমউদ্দীন মোস্তান
- আপডেট সময় : ০৬:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মরণোত্তর সম্মাননা পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক নাজিমউদ্দীন মোস্তান। দুই বাংলার লেখক-সাংবাদিক ও শিল্পীদের এই সম্মাননা দিচ্ছে সাহিত্য মঞ্চ এবং দৈনিক আদি বাংলা পত্রিকা।
চাঁদপুর-ত্রিপুরার লেখক-সাংবাদিক ও শিল্পীদের মতবিনিময় সভা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানের আগামীকাল সন্ধ্যায় পুরানবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দুই বাংলার লেখক-সাংবাদিক ও শিল্পীরা এই আয়োজনে অংশ নেবেন। গুণীজন সম্মাননায় চাঁদপুরের কৃতি সন্তান নাজিমউদ্দিন মোস্তানকে মরণোত্তর সম্মাননা দেয়া হবে। একই সাথে সংবর্ধনা দেয়া হবে ভারতের ত্রিপুরা রাজ্যের সানন্দ পত্রিকা ও টিভির পরিচালক অরিন্দম দে, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, আবৃত্তিশিল্পী শাওলী রায়কে। নাজিমউদ্দিন মোস্তান একাধারে প্রথিতযশা সাংবাদিক, সম্পাদক, সংগঠক, কবি ও লেখক হিসেবে সুপরিচিত ছিলেন। একজন প্রযুক্তিযোদ্ধা হিসেবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির অগ্রগতি এবং সম্ভাবনার খবরাদি তিনিই প্রথম তুলে ধরেন। শুরু তাই নয়, দেশের জনগণের হাতে কম্পিউটার তুলে দিতে এদেশের পত্রিকার পাতায় অগ্রগণ্য ছিলেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ এর গোড়াপত্তনে অনন্য ভূমিকা রয়েছে তার।