আড়ম্বরপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়ায় রানি দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায়
- আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে দিয়ে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায় জানিয়েছে যুক্তরাজ্যসহ পুরো বিশ্ব। মৃত্যুর দশম দিনে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হয় রানির অন্তিম বিদায়ের আনুষ্ঠানিকতা। অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উইন্ডসর ক্যাসেলে, স্বামী ডিউক অফ এডিনবার্গ এবং বাবা রাজা ষষ্ঠ জর্জ ও মায়ের পাশে রানিকে চিরনিদ্রায় শায়িত করার মধ্য দিয়ে, শেষ হবে ইতিহাসের সবচেয়ে বড় অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতা।
৯৬ বছর বয়সে গেলো ৮ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ
মৃত্যপরবর্তী দশম দিনে শুরু হয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে রাজকীয় ঐতিহ্য মেনে, ঘোড়ার গাড়িতে কফিনে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হয় রানির মরদেহ।
১০ লাখের বেশি মানুষ লন্ডনের রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে শেষ বিদায়ের সাক্ষী হন। শোক আর শ্রদ্ধার মিশেল অনুভূতি ছিল সবার চোখে মুখে।
অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরুর আগেই ওয়স্টেমিনিস্টার অ্যাবেতে জড়ো হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওয়েস্টমিনস্টার অ্যাবেতে চলে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম। এটি পরিচালনা করেন ডিন অব ওয়েস্টমিনস্টার ডেভিড হোয়েল।
ক্যান্টারবারির আর্চবিশপের ধর্মোপদেশ এবং প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পাঠের মাধ্যমে শেষ হয় এখানকার আনুষ্ঠানিকতা।
পরে বেলা ১১টা ৫৫ মিনিটে রানির সম্মানে অন্তিম সুর ‘দ্য লাস্ট পোস্ট’ বাজানো হয়। এরপর জাতীয়ভাবে দুই মিনিটের নীরবতা পালন। জাতীয় সংগীত পরিবেশন এবং রানির বাদক দলের করুণ সুর বাজানোর মধ্য দিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় শেষ হয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
দুপুর ১২টা ১৫ মিনিটে রানির কফিন হাইড পার্ক কর্নারে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে ওয়েলিংটন আর্চ পর্যন্ত দেড় মাইল লম্বা বিশাল সামরিক মিছিলের মাধ্যমে বহন করা হয়। এর আগে জাতীয় সংগীত ও শোক সংগীত এবং পাইপার বাজানো হয়।
দুপুর ১২টা ১৫ মিনিটে কফিনটি অ্যাবের গ্রেট ওয়েস্ট ডোর দিয়ে হাইড পার্কের ওয়েলিংটন আর্চে নিয়ে যাওয়া হয়। এ সময় কফিন বহনকারী মিছিলে অংশ নেয় চার হাজারেরও বেশি সামরিককর্মী। এ মিছিলে শামিল হন নতুন রাজা চার্লস ও কুইন কনসর্ট।
বেলা ৩টা ৬ মিনিটে কফিন বহনকারী শোভাযাত্রা স্টেট হার্স লং ওয়াকে পৌঁছাবে। পরে স্থানীয় সময় ৪টায় উইন্ডসরের ডিন রানির কফিন দাফন প্রক্রিয়া শুরু করবেন। বাইবেল থেকে বিদায়ি স্তবক পাঠের আগে ইম্পেরিয়াল স্টেট ক্রাউন ও রাজদণ্ড কফিনের ওপর থেকে সরানো হবে। রাজা এবং রাজপরিবারের সদস্যরা শতাব্দী প্রাচীন এ ঐতিহ্যে শামিল হবেন এবং দাফনের আগে রানিকে চূড়ান্ত বিদায় জানাবেন। এ সময় কমনওয়েলথ দেশগুলোর প্রধানমন্ত্রী এবং রানির পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।