রাজশাহীতে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ’র দুই কর্মচারী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
রাজশাহীতে দুই সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ কমিশনার জানায়, মামলার পর থেকে তারা গা ঢাকা দিয়েছিল। তবে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে মোহাম্মদপুরের একটি রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাভারের শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল, মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ১৫টিরও বেশী মামলা রয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জে সামছুর গাজী হত্যা মামলার অন্যতম আসামী আহাদ আলীকে গ্রেফতার করেছে রেব। সকালে যশোরের মনিরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদীর মনোহরদী থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্ত:জেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে রেব-১১।
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে শিশু চুরির সময় এক নারীকে আটক করেছে পুলিশ। পরিবারের লোকজন বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিলে খাদিজা খাতুন নামের ওই নারী শিশুটিকে কৌশলে কোলে নিয়ে পালানোর চেস্টা করে। ৫ম তলা থেকে লিফটে নিচে এলে শিশুর পরিবারের লোকজন টের পেয়ে তাকে বাধা দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে ওই নারীকে পুলিশে সোপর্দ করে।