নারী ফুটবল দলের সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরা
- আপডেট সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে সাবিনা খাতুন ও মাসুরার নিজ জেলা সাতক্ষীরায়। মেয়েদের সাফল্য গর্বিত পরিবারের সদস্যরাও। যাদের প্রত্যাশা সাবিনা-মাসুরারা ভবিষ্যতে এনে দিবে আরও বড় উৎসবের উপলক্ষ্য। এদিকে রংপুরের মেয়ে সিরাজ জাহান স্বপ্নাও ভাসছেন স্থানীয়দের প্রশংসা।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করলো বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো সাবিনা-স্বপ্নাদের দল। ৮ গোলে করে গোল্ডেন বুট তো বটেই, সবার নজড় কেরেছেন সাবিনা খাতুন।
এমন সাফল্যে নিজ জেলার প্রশংসায় ভাসছেন সাবিনা খাতুন। গর্বিত পরিবারের সদস্যরাও। চ্যাম্পিয়ন দলের সদস্য মাসুরাদের বাড়িতেও চলছে জয়ের উৎসব।
সাবিনাদের লড়াকু মানসিকতায় মুগ্ধ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারাণ সম্পাদক তাজুল ইসলাম।
শিরোপা অর্জনের আরেক অংশীদার রংপুরের সিরাত জাহান স্বপ্নার গ্রামের বাড়িতেও বইছে আনন্দ উৎসব।মেয়ের কৃতিত্ব খুশি মা লিপি বেগম।
দেশের নারী ফুটবল এক নতুন জাগরণের সুর উঠেছে। এই সুরেই একদিন বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।